ঢাকা: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের জনগণের সহায়তায় ১১ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান রাজধানীর সেনানিবাসের বিমান ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশে যাত্রা করে।ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, শিশু খাদ্য, কাপড় এবং ওষুধ। জরুরি এই সহায়তা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান নাগরিকদের জন্য পাঠানো হয়েছে।ত্রাণ হস্তান্তর ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে বিমানটির সঙ্গে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন সশস্ত্র বাহিনীর একজন সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং বিমান বাহিনীর ১৪ জন সদস্য।বিমান ছেড়ে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প-পরবর্তী আকস্মিক মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। এই সহায়তা আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।’তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিশ্বের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্রুত সহায়তায় প্রস্তুত থাকবে।ত্রাণ সহায়তা প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয় ছাড়াও সমন্বিতভাবে কাজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ।গত ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারান, আহত হন প্রায় সাড়ে তিন হাজার এবং ক্ষতিগ্রস্ত হয় ৮ হাজারের বেশি ঘরবাড়ি। এরপর গত বৃহস্পতিবার আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের শিওয়ার জেলা ও পাকিস্তান সীমান্তবর্তী বারকাশকট এলাকায় পুনরায় একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।এর আগেও, ২০২২ সালের ভূমিকম্পের পর বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল। এবারও সেই ধারাবাহিকতায় আফগান জনগণের পাশে দাঁড়াল বাংলাদেশ।
Discussion about this post