স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগে অভিষেকটা রূপকথার মতো করে লিখে রাখলেন জোয়াও ফেলিক্স। আল নাসরের হয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।শুক্রবার (২৯ আগস্ট) মৌসুমের প্রথম ম্যাচে আল তাউনের বিপক্ষে ৫–০ গোলের জয়ে শক্তিশালী বার্তাই দিয়েছে জর্জ জেসুসের দল।ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আল নাসর। সপ্তম মিনিটেই বাঁ প্রান্ত থেকে গ্যাব্রিয়েলের পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন ফেলিক্স। প্রথমার্ধে রোনালদো, কোম্যান ও মানে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় দলটি।বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এটি তার ক্যারিয়ারের ৯৪০তম গোল। এক মিনিট পর দুর্দান্ত হেডে ব্যবধান ৩–০ করেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যান। এরপর শুরু হয় ফেলিক্সের শো। ৬৭তম মিনিটে মানের পাস থেকে দূরপাল্লার শটে গোল করার পর ৮৬তম মিনিটে রোনালদোর শট ডিফেন্ডার ও ক্রসবার ছুঁয়ে ফিরে আসলে ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে পূর্ণ করেন অভিষেকের হ্যাটট্রিক।চেলসি থেকে আল নাসরে যোগ দেওয়ার পর সুপার কাপে দুটি ম্যাচ খেললেও লিগে এটি ছিল ফেলিক্সের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই হ্যাটট্রিক করে অভিষেকটাকে স্মরণীয় করে রাখলেন ২৫ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড।
Discussion about this post