বিশেষ প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে অচেতন রোগীর পাশে টিকটক ভিডিও ধারণের ঘটনায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত এই নির্দেশ দেন। ক্লিনিকটি লোহাগড়া পৌরসভার জয়পুর এলাকার ফুলিকাজির মোড়ে অবস্থিত।ঘটনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রসান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি প্রমুখ।প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে থাকা মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে একটি টিকটক ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মবহির্ভূত ও গোপনীয়তা লঙ্ঘনের শামিল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে।বিষয়টি নিয়ে যোগাযোগ করলে অভিযুক্ত নার্স প্রিয়া তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। অপরদিকে, ক্লিনিকের মালিক সেলিমও ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে প্রিয়াকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারে কোনো ধরনের ভিডিও ধারণ বা প্রকাশ গুরুতর অপরাধ। সেখানে যদি মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে কেউ ভিডিও বানিয়ে তা প্রচার করে, তা নিঃসন্দেহে নৈতিক ও পেশাগত সীমালঙ্ঘন।ঘটনাটি জেলা স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জনের নজরে আসার পরপরই ক্লিনিকের অপারেশন থিয়েটার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
Discussion about this post