আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার বৈষ্ণো দেবী মন্দিরের কাছে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০-এ পৌঁছেছে। এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন, যাদের কাটারা শহরের কমিউনিটি হেলথ কেয়ার (সিএইচসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কাদা-মাটি ও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন। রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং বুধবার (২৭ আগস্ট) এএনআইকে এই তথ্য নিশ্চিত করেছেন।এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (২৬ আগস্ট) ভারী বৃষ্টির কারণে মন্দিরের ইন্দ্রপ্রস্থ ভোজনালয় এবং এর আশেপাশের এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনার পরপরই মন্দির কমিটি এবং নিরাপত্তা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। পরে এতে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর (এনডিআরএফ) এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফও যুক্ত হয়।গত তিন দিন ধরে পুরো জম্মু-কাশ্মিরে ভারী বৃষ্টিপাত চলছে, যার ফলে বিভিন্ন স্থানে ভূমিধস ও আকস্মিক বন্যার খবর পাওয়া যাচ্ছে। পরমবীর সিং জানান, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকার সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।এদিকে, ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশ্তওয়াড় জেলায় ভূমিধস ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বৈষ্ণো দেবী মন্দিরের যাত্রা স্থগিত করা হয়েছে এবং উদ্ধার কাজেও বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন এনডিআরএফের একজন কর্মকর্তা।
Discussion about this post