ঢাকা: নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আজ শের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করবে। সোমবার একযোগে অনুষ্ঠিত হবে এসব সমাবেশ, যাতে বিএনপির শীর্ষ নেতারা অংশ নেবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে পরবর্তীতে জেলা, উপজেলা এবং হাটবাজারেও অনুষ্ঠিত হবে। এদিকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ মহানগরের সমাবেশ প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সিলেট মহানগরে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম মহানগরের সমাবেশ থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বরিশাল মহানগরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহী মহানগর সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আর খুলনা মহানগরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গাজীপুর মহানগরের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান, আর কুমিল্লা মহানগরের সমাবেশে অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ফরিদপুরের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, রংপুর মহানগরের সমাবেশে থাকবেন বিএনপিন ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও নারায়ণগঞ্জ মহানগরের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
Discussion about this post