স্পোর্টস ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল আসছে ভারতে। আর সেই দলের নেতৃত্বে থাকবেন কিংবদন্তি লিওনেল মেসি। ভারতের কেরালা রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি প্রীতি ম্যাচ। আর এই ম্যাচের জন্য কেরালা সরকার ও তাদের বাণিজ্যিক অংশীদার ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’ খরচ করছে বিপুল অর্থ—প্রায় ৫৫৬ কোটি টাকা।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, শুধুমাত্র এক ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিচ্ছে ১৩০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮১ কোটি টাকা। এই অর্থ আগেই পরিশোধ করেছে আয়োজক প্রতিষ্ঠান।প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন, মেসি নিজেও খেলবেন এই ম্যাচে।আর্জেন্টিনার প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য দল হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা এবং অস্ট্রেলিয়ার নাম। আর্জেন্টিনার শর্ত—প্রতিপক্ষকে অবশ্যই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এর মধ্যে থাকতে হবে। যেহেতু প্রতিপক্ষ দলও ভারতের বাইরের, তাই তাদের আনা-নেওয়া ও অন্যান্য খরচেও মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হবে।দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, পুরো ম্যাচ আয়োজন ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে খরচ হবে প্রায় ৪০০ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় ৫৫৬ কোটি টাকারও বেশি। আয়োজক প্রতিষ্ঠান ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’ খরচের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করলেও এই হিসাব দিয়েছে গণমাধ্যম।
Discussion about this post