ঢাকা: পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে আগামীকাল শনিবার (২৪ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।সভাটি সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।সভায় দেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পর্যালোচনা করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ ঘোষণা করা হবে।বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন হিসেবে মুসলিম উম্মাহ দিনটি বিশেষ তাৎপর্যসহ স্মরণ করে থাকেন।দেশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর ০২-২২৩৩৮১৭২৫,০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
Discussion about this post