চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় গ্রামে পচা তালগাছ গায়ের উপর পড়ে কুয়ারী বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অতিকুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত বলেন, সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সাহাবুলের স্ত্রী কুয়ারী বেগম। তিনি দুপুরে রান্নার জন্য টিউবওয়েলে পানি আনতে যাচ্ছিল। এ সময় বাড়ির উঠানে থাকা পঁচা তালগাছ হঠাৎ তার গায়ের উপর পড়ে। এতে তিনি গুরুত্বর জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন ঘটনার সত্যাত্য নিশ্চিত করেন।
Discussion about this post