ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী গড়াই পরিবহনের একটি বাস উল্টে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সামনে থাকা একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেকের চেষ্টা করতে গিয়ে সড়কের বড় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মুহূর্তের মধ্যে বাসটি উল্টে গিয়ে যাত্রীসহ পুকুরে পানির নিচে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও গ্রামবাসীর প্রাণপণ চেষ্টায় অনন্ত ১০ জন আহত যাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের অদক্ষতা ও বেপরোয়া গতিই এই দুর্ঘটনার জন্য দায়ী বলে জানান যাত্রীরা।এ ব্যাপারে কালীগঞ্জ থানার (ওসি) সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত বলা যাবে।
Discussion about this post