বিনোদন ডেস্ক: ‘সাইয়ারা’ ছবির দুই অভিনেতা আহান পান্ডে এবং অনীত পান্ডার দুর্দান্ত অভিনয় বক্স অফিসে ঝড় তুলেছিল। মোহিত সুরির পরিচালনায় নির্মিত এই ছবিটি প্রমাণ করে দিয়েছে যে, বড় বাজেটের সুপারস্টারদের ছবিই শুধু নয় একটি সুন্দর গল্প আর বলিষ্ঠ অভিনয়ও শত শত কোটি টাকার ব্যবসা করতে পারে।সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সিনেমা হলের ভেতরের নানা আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। শুধু সাধারণ দর্শকই নয়, বলিউডের বড় তারকারাও ছবিটির প্রশংসা করেছেন।তবে যারা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারেননি, তাদের জন্য এবার দারুণ খবর। জনপ্রিয় এই ছবিটি এবার মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। আর সেই খবরটি প্রকাশ করেছেন যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা।শানু শর্মা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিশ্চিত করেছেন যে, রাতারাতি তারকা বনে যাওয়া আহান পান্ডে এবং অনীত পান্ডার ছবি ‘সাইয়ারা’ খুব শিগগিরই মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। একইসঙ্গে তিনি প্রকাশ করেছেন ছবিটির মুক্তির তারিখও।তার পোস্ট অনুসারে, আগামী ১২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শকরা ‘সাইয়ারা’ দেখতে পাবেন। এই খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। শানু শর্মার পোস্টে একজন লিখেছেন, ‘আমি ছবিটি প্রতি রোববার দেখতে পারি’, আরেকজন লিখেছেন, ‘আমি তারিখটা মনে রাখব, মুক্তির জন্য অপেক্ষা করব।’ তবে, এখন পর্যন্ত ছবিটির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ওটিটি মুক্তির তারিখ ঘোষণা করেননি।প্রথম ছবিতেই ব্লকবাস্টার হিট দেওয়ার পর আহান পান্ডে এবং অনীত পান্ডা দুজনেই এখন নতুন ছবির প্রস্তাব পাচ্ছেন। তবে তারা তাদের পরবর্তী সিনেমা বেশ সতর্কতার সঙ্গে বেছে নিচ্ছেন বলে জানা গেছে।
Discussion about this post