ঢাকা: সরকারকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, সরকারকেই যে কোনো মূল্যেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নিতে হবে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর জাসদ চত্ত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। চাল, সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণ এবং গ্যাস ও পানির দাম বৃদ্ধি না করার দাবিতে ঢাকা মহানগর জাসদ এর আয়োজন করে। সমাবেশে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশে নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই, মূল্যস্ফীতি নেই, প্রাকৃতিক দুর্যোগ নেই, আন্তর্জাতিক বাজারেও মূল্যবৃদ্ধ নেই। তারপরও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অস্বাভাবিক ও অযৌক্তিক। তিনি বলেন, বাজার সিন্ডিকেট, কালোবাজারি, মুনাফাখোররা কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে, জনগণের পকেট কাটছে, সরকারের রাজস্ব ফাঁকিও দিচ্ছে। এসব সরকারকেই রুখতে হবে। মন্ত্রী বা দায়িত্বশীলদের দায়দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বাজার সিন্ডিকেট, মুনাফাখোর, কালোবাজারীদেরই উৎসাহীত করছে। ইনু আরও বলেন, সরকার ও প্রশাসনের নাকের ডগায় বাজার সিন্ডিকেট, কালোবাজারি, মুনাফাখোররা বাজার কারসাজি করে নিত্যপণ্যের লাগামহীন অযৌক্তিক অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করছে। সরকারকেই যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে। সরকারের এই সাংসদ বলেন, ‘গ্যাস ও ওয়াসার দুর্নীতি ও অপচয়ের দায় জনগণের কাঁধে চাপাতে বারবার গ্যাস ও ওয়াসার পানির দাম বাড়ানো হচ্ছে।’ গ্যাস ও পানির দাম না বাড়িয়ে দুর্নীতি ও অপচয় বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। জাসদ সাধারণ সম্পাদক তার বক্তব্যে টিসিবির ওএমএস কার্যক্রমকে বাজার সিন্ডিকেট ও কালোবাজারিদের প্রভাবমুক্ত করা এবং ওএমএস কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য শ্রমিক-কর্মচারীসহ নিন্ম আয়ের মানুষদের জন্য রেশন কার্ড চালুর দাবি জানান। সামাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. নরুন্নবী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা।
Discussion about this post