বিশেষ প্রতিবেদন: গাজীপুরের টঙ্গীতে একটি ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গীর পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় ব্যাগটি পড়ে ছিল।পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা স্টেশন রোড এলাকায় সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কয়েকজন কৌতূহলবশত ব্যাগটি খুলে টুকরো করা মরদেহ দেখতে পান। তারাই পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।পুলিশ ধারণা করছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটিকে টুকরো করে। পরে সেগুলো ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েক টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে ফেলে পালিয়ে গেছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Discussion about this post