স্পোর্টস ডেস্ক: প্রাক মৌসুম প্রীতি ম্যাচে দারুণ ফর্মে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকে পর্তুগিজ ক্লাব রিও অ্যাভেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি ক্লাব আল নাসর।পর্তুগালের এস্তাদিও আলগার্ভ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা।বিরতির ঠিক আগে, ৪৪ মিনিটে রোনালদোর দুর্দান্ত গোলে লিড দ্বিগুণ করে সৌদি ক্লাবটি।দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আরও জ্বলে ওঠেন রোনালদো। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি।এরপর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। একইসঙ্গে নিশ্চিত করেন ৪-০ ব্যবধানের জয়।
Discussion about this post