বিশেষ প্রতিবেদন: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা রেললাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রাখার ঘটনায় একটি সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি আন্তঃনগর ট্রেন। রোববার (৩ আগস্ট) রাতে স্থানীয়দের তৎপরতায় রেল কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইনকে শঙ্কামুক্ত করে।রাত ১১টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণপাশে পলাশীতলা এলাকায় রেললাইনে তালাবদ্ধ শিকল দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা, যেমন জসিম উদ্দিন ও মোস্তাফিজুর, তাৎক্ষণিকভাবে পুলিশ ও রেল কর্তৃপক্ষকে খবর দেন।খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মাধনগর স্টেশন মাস্টার এবং আত্রাই থেকে আসা রেলের মিস্ত্রিরা যৌথভাবে শিকলটি কেটে রেললাইন সচল করেন।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি নাশকতার একটি পরিকল্পিত চেষ্টা ছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেন চলাচল ব্যাহত করতে এবং দুর্ঘটনার উদ্দেশ্যে এই কাজটি করেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
Discussion about this post