ঢাকা: আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জাতীয় ছুটির আওতায় এদিন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শাখা ও বুথসমূহে লেনদেনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের তফসিলি ব্যাংকগুলোও এদিন বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে।অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথ এদিন বন্ধ থাকবে।আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
























































Discussion about this post