ঢাকা: ১১টি ট্রাকে করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হলো ২৩১ মেট্রিক টন এস্টারিক্স আলু। রোববার (৩ আগস্ট) এসব আলু রপ্তানি করে ৫টি প্রতিষ্ঠান—থিংকস টু সাপ্লাই, মা আইশা কোল্ডস্টোরেজ, জাফরিন এগ্রো, এগ্রোটার্চ বিডি এবং মিয়ামি ট্রেডি।চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত বাংলাবান্ধা বন্দর দিয়ে প্রায় ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে।বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, এসব আলু ঠাকুরগাঁও, দিনাজপুর এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ২৩১ মেট্রিক টন আলু রপ্তানি হয় নেপালে।তিনি আরও জানান, রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেয়া হয়। ১১টি বাংলাদেশি ট্রাকে ২১টন করে এস্টারিক্স আলু ছিল। ছাড়পত্র দেওয়ার পর ট্রাকগুলো নেপালের বিরাটনগর মোরাংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।এর আগে মঙ্গলবার (১৩ মে) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল যায় ৭৭৭ মেট্রিক টন এস্টারিক্স আলু। আলুগুলো উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে ৩৭ ট্রাকে (প্রতি ট্রাকে ২১ মেট্রিক টন) নেপালের কাকরভিটা এলাকায় পাঠানো হয়।এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ১২ হাজার ৬৬৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।
























































Discussion about this post