ঢাকা:ঠাকুরগাঁওয়ে জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই গণঅভুত্থানে অংশগ্রহণকারী জেলার সকল জুলাই কন্যা, শহিদ ও আহত ‘জুলাই যোদ্ধা’র মায়েদের নিয়ে ‘জুলাইয়ের মায়েরা’ কর্মসূচি পালন করা হয়েছে।আজ শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচি পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল সুমন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান শেখসহ জুলাই গণঅভুত্থানে অংশগ্রহণকারী জেলার সকল জুলাই কন্যা, শহীদ ও আহত ‘জুলাই যোদ্ধা’র মাতা-স্ত্রী ও পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।আলোচানা সভায় জুলাই গণঅভুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েরা তাদের সন্তানদের সেই স্মৃতিস্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।আলোচনায় জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, জুলাই আন্দোলনের স্মৃতিগুলো আমাদের অনুপ্রেরণা দেবে আগামী দিনে একটি শোষণমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে।
Discussion about this post