ঢাকা:জাতীয় নাগরিক পার্টির দুই নেতা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন। তারা হলেন- শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য মো. পলাশ খান।আজ শুক্রবার (১ আগস্ট) তারা নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম তার ফেসবুকে লেখেন, ব্যক্তিগত কারণে এনসিপির সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।একইভাবে মো. পলাশ খানও লিখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি (পদত্যাগ) নিলাম।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন। তবে এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেয়নি বলে জানিয়েছেন তিনি। রুহুল আমিন বলেন, ফেসবুকে দেখেছি তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে এখনও পদত্যাগপত্র হাতে পাইনি। পদত্যাগের ঘোষণা দেওয়া পলাশ খান গণমাধ্যমে বলেন, ‘এনসিপি আসলে আমার একটি আবেগের জায়গা। তবে এই সমন্বয় কমিটি কোনো আলোচনা ও পরামর্শ ছাড়া দু-একজনের ইচ্ছামত করা হয়েছে। সেই আপত্তি থেকে এই কমিটি থেকে আমার অব্যহতি নেওয়া।’তবে তিনি এনসিপির মাধ্যমে রাজনীতির নতুন বন্দোবস্তের বাস্তবায়ন দেখতে চান বলে মন্তব্য করেছেন।
Discussion about this post