বিশেষ প্রতিবেদন:কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনা অভিযানে ১০ কেজি গাজাসহ ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সটকে পরে মাদক কারবারিরা।রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ ডিগ্রি কলেজের সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।এসময় সেনাবাহিনী গাড়িসহ সেখানে উপস্থিত হলে মাদক কারবারিরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত মাদক ফেলে রেখে এলাকা ত্যাগ করে। এ ধরণের মাদক বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Discussion about this post