স্পোর্টস ডেস্ক:বাংলাদেশের মোটরস্পোর্টস জগতের অগ্রপথিক ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান রেসার অভিক আনোয়ার এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২৬ জুলাই) মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে এক রেস চলাকালে তার গাড়ি ভয়াবহভাবে দুর্ঘটনার শিকার হয়।অভিক আনায়ারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে নিশ্চিত করা হয়েছে যে, দুর্ঘটনার পর অভিককে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।পোস্টে বলা হয়েছে, ‘অভিকের গাড়ি রেস চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার মধ্যে রয়েছেন। সবাই তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন।’রেস শুরুর আগেই অভিক নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে লেখেছিলেন, ‘গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। যদি টার্ন ৫ এবং টার্ন ৬-এ গাড়িটি হঠাৎ স্লাইড না করত, তাহলে আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। ইনশাআল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা করে নেওয়ার চেষ্টা করব।’৩৯ বছর বয়সী অভিক আনোয়ার বাংলাদেশের মোটরস্পোর্টসে সবচেয়ে সফল রেসারদের একজন হিসেবে পরিচিত। গত বছরের ডিসেম্বর মাসে তিনি বিশ্বের অন্যতম পুরনো ও মর্যাদাপূর্ণ ট্যুরিং কার রেসে প্রথমবার অংশ নিয়ে দুবাইয়ের অটোড্রোমে দুটি রেসেই পোডিয়াম ফিনিশ করে বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরেন।তার এই দুর্ঘটনার খবরে বাংলাদেশের মোটরস্পোর্টস অঙ্গনে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশবাসী ও ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
Discussion about this post