ঢাকা:আজ শুক্রবার (২৫ জুলাই) দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ অবস্থায় নদীপথে চলাচলরত নৌযানগুলোকে সর্তকতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।অন্যদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে ভ্যাপসা গরমের স্বস্তিও মিলতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
Discussion about this post