ঢাকা:প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন। মাইলস্টোন স্কুলের সন্নিকটে উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দেন তিনি। পরে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা ১৬৫ জন।
Discussion about this post