বিশেষ প্রতিবেদন:রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের লাশ দাফন করা হবে রাজশাহীর সপুরা কবরস্থানে। সাগরের নানা আজিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।আজিজুর রহমান জানান, ঢাকায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে জানাজা হওয়ার কথা আছে তার। ঢাকায় জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিমান বাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টারে লাশ রাজশাহীতে নিয়ে আসা হবে।। পরে বিকাল সাড় ৫টায় রাজশাহীর উপশহর ঈদগাহে মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হবে।
Discussion about this post