স্পোর্টস ডেস্ক:প্রথম দুই ওয়ানডের পর সমতায় দাঁড়িয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। ১-১ ব্যবধানে চলমান সিরিজ এখন টাইগারদের সামনে এনে দিয়েছে ইতিহাস গড়ার হাতছানি—প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ। সেই লক্ষ্যেই আজ (মঙ্গলবার) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। কলম্বোর আগের ম্যাচের চেয়ে ক্যান্ডির উইকেট হবে একেবারেই ভিন্ন—এমন ইঙ্গিত মিলছে আগে থেকেই। পরিসংখ্যান বলছে, পাল্লেকেলে স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ হাইস্কোরিং হয়ে থাকে। ফলে আগে ব্যাট করতে পারলে বড় রান তোলা জরুরি হবে বাংলাদেশের জন্য। তবে নাজমুল হোসেন শান্ত’র ইনজুরি নিয়েও ভাবনার বিষয় থাকছে। শান্ত একাদশে না থাকলে তার জায়গায় দেখা যেতে পারে নাঈম শেখকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। এ ছাড়া সিরিজ নির্ধারণী ম্যাচটি দিয়ে একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।ওয়ানডেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ১১তম সিরিজ খেলছে। এর আগে ১০ সিরিজের মধ্যে কেবল ২০২১ ও ২০২৪ সালে হওয়া সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটোই ছিল ঘরের মাঠে। বিপরীতে শ্রীলঙ্কার জয় ৬ সিরিজে ও দুটি ড্র হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৫৯ বার ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। যেখানে বাংলাদেশের জয় ১৩টিতে। এ ছাড়া লঙ্কানরা জিতেছে ৪৪ ও বাকি ২টি ম্যাচে ফল আসেনি।বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে/মিলান রত্ননায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা।
Discussion about this post