ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবার সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছানো যাবে। দেশে যেন আর কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে, সেজন্য বিএনপি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায়। রোববার (৬ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব সংক্রান্ত যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে আসছে, তা অস্পষ্ট। আমরা পরিষ্কার করে বলছি—জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।’
Discussion about this post