সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বড়ইতলী বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের ছাত্র জীবন এবং মেঘাই গ্রামের মৃত মোকতাল হোসেনের ছেলে সোহেল রানা। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, বিকেলে জীবন প্রাইভেটে যাওয়ার জন্য তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে বড়ইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ২ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর পর সোহেল রানা নামে আরও একজনের মৃত্যু হয়।
Discussion about this post