ঢাকা: এই জুলাইয়ের মধ্যেই আবু সাঈদ হত্যার বিচার দেখতে চেয়েছেন তার বাবা মকবুল হোসেন। মঙ্গলবার (১ জুলাই) একটি নিউজ চ্যানেলকে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমার ছেলেসহ হাজারো মানুষ মারা গেছে। সেই অপরাধীগুলোকে যেন দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হয়। এই জুলাইয়ের মধ্যেই আমি বিচার প্রক্রিয়া শুরু দেখতে চাই। তিনি বলেন, আমার ছেলের সঙ্গে আরও হাজার হাজার মানুষের জান গেছে। অনেকে পঙ্গু হয়ে আছে। কারও চোখ নাই, কারও হাত নাই, কারও পা নাই। এই লোকগুলোর যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা হয়। আবু সাঈদের বাবা বলেন, আমার ছেলেটা মেধাবি ছিল। আমার আশা ছিল, ছেলেটা চাকরি-বাকরি ব্যবস্থা দেখে যেন আমি মরতে পারি, সেই আসাটা আমার পূরণ হলো না।
Discussion about this post