মাগুরা প্রতিনিধি: মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে মা ও মেয়ে। বুধবার সদর উপজেলার টিলা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন আওয়াল মিয়ার স্ত্রী সেতু খাতুন (৩৫) ও মেয়ে ৮ মাসের শিশু আনিসা। স্বজনরা জানান, সকালে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। স্বজনরা জানান, সকালে সেতু খাতুন বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করছিলেন। হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা শিশু আনিসা কাছে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা দুজনকেই উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ওমর ফারুক।
Discussion about this post