ঢাকা: চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। তবে এ সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কোনো নির্ধারিত বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (৮ জুন) রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা। যদি বৈঠক হয়, সেটি দেশের জন্য একটি ইতিবাচক বার্তা হতে পারে। তবে এখনো এ বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি—লন্ডনে গিয়ে পরিস্থিতি বুঝে দেখা যাবে। প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা এর আগেও স্পষ্ট করে বলেছেন যে, তার সরকারের মূল লক্ষ্য হলো—সংস্কার, বিচার ও নির্বাচন। সেই লক্ষ্য অনুযায়ী কাজ এগিয়ে চলছে। তিনি জানান, এখন পর্যন্ত ১২ থেকে ১৫টি কমিশন গঠন করা হয়েছে এবং তারা তাদের সুপারিশ জমা দিয়েছে। এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আরেকটা হচ্ছে ট্রায়াল। জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা। এই সময়টায় ভয়ানক রকম একটা হত্যাযজ্ঞ হয়েছে। চার বছর ছয় বছরের শিশুরাও মারা গেছে। ট্রায়াল হওয়াটা খুবই জরুরি। তবে ট্রায়ালটা এমনভাবে হওয়া উচিত, যেটা ডিউ প্রসেস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলে। নির্বাচনের সময় নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পেছনে বাস্তবিক কারণ রয়েছে। কোনো কোনো রাজনৈতিক দল আবহাওয়াকে অজুহাত হিসেবে তুলে ধরলেও, আবহাওয়াবিদদের সঙ্গে পরামর্শ করেই এপ্রিলের সময় নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আবহাওয়াবিদরা জানিয়েছেন এপ্রিলের প্রথম ১০ দিন গরম তুলনামূলকভাবে সহনীয় থাকে এবং হিট ওয়েভ বা কালবৈশাখীর তেমন ঝুঁকি থাকে না। কালবৈশাখীর প্রকোপও মূলত এপ্রিলের দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয়, বৈশাখ মাসে বেশি হয়। তাই এপ্রিলের প্রথমার্ধকে আমরা আদর্শ সময় বলেই বিবেচনা করছি।
Discussion about this post