রাজবাড়ী প্রতিনিধি: সাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা চলাকালে কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিঘ্ন ঘটায় রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী হলে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ দর্শকেরা। গত শনিবার (৭ জুন) ঈদের দিন রাত ১০ টার দিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমা দেখতে ঈদের দিন থেকে সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায়। বৈশাখী হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রযেছে। রাতের শো-তে প্রদর্শনীর সময় কারিগরি ত্রুটি দেখা দেয়। এ সময় সিনেমা বন্ধ হয়ে যায়। এতে দর্শকেরা উত্তিজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভাঙচুর করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন দর্শক বলেন, রাত সাড়ে ১০ টার সময় কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায়। তখন প্রায় ৩০ মিনিটের বেশি সময় দর্শকরা অপেক্ষা করে। আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পর হল কর্তৃপক্ষ যখন সিনেমা প্রদর্শনীতে ব্যর্থ হয় তখন দর্শকবৃন্দ উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা টিকিটের টাকা ফেরৎ চান। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। কালুখালীর বৈশাখী হলের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমার হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। রাতের শো-তে সাড়ে ১০ টার দিকে সার্ভার জটিতলা দেখা দেয়। প্রায় ৩০ মিনিটের মতো এই জটিলতা ছিল। তখন কিছু দর্শক উত্তেজিত হয়ে যায়। এ সময় হলে ভাঙচুর করেন তারা। আমার প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে। কালুখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জামাল হোসেন বলেন, এমন কোন ঘটনা আমাদের জানা নেই। বিষয়টি নিয়ে হলের মালিক আমাদের কাছে আসেনি।
















































Discussion about this post