ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে পারতো। বুধবার (৪ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, এ আলোচনা একটি যুগান্তকারী নজির সৃষ্টি করতো। কিন্তু সরকার সে সুযোগ নেয়নি। যেখানে রাজনৈতিক দলগুলো সব ব্যাপারে সরকারকে সহায়তা করছে। তিনি বলেন, সরকার সাত লাখ ৯০ হাজার কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছে, সেটি পুরোপুরি সমন্বয়হীন। এতে উৎপাদন কমবে, কর্মসংস্থান কমবে, মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে। তাছাড়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের জন্য বৈষম্যের সৃষ্টি করবে।
Discussion about this post