আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আক্রমণাত্মক প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যা ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ মে) বাইডেনের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ৮২ বছর বয়সী বাইডেনের মূত্রজনিত সমস্যার কারণে গত সপ্তাহে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তার ক্যানসার ধরা পড়ে। এই ক্যানসারটি একটি উচ্চমাত্রার রোগ হিসেবে চিহ্নিত হয়েছে। খবর: বিবিসি। তার গ্লিসন স্কোর ৯ (সর্বোচ্চ ১০-এর মধ্যে)। ক্যানসার রিসার্চ ইউকের মতে ক্যানসারটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন উচ্চগ্রেডের জন্য। বিবৃতিতে বাইডেনের অফিস জানায়, এই ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। বাইডেনের পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
Discussion about this post