ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে—এমন পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। আজ রোববার (১৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ডা. তাহের বলেন, নির্বাচন ঘিরে ইতোমধ্যে দেশে নানা স্থানে সহিংসতা দেখা যাচ্ছে। পাবনায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। অথচ এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। এর আগেই এলাকায় দখলের মতো কার্যক্রম শুরু হয়ে গেছে। তিনি মনে করেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা নিতে হবে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই শীর্ষ নেতা। তার মতে, কমিশনের কিছু সিদ্ধান্ত ও আচরণ জনমনে সন্দেহ তৈরি করছে। ‘নির্বাচনের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, ফলে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে,’ বলেন ডা. তাহের। ‘তাই দেরি না করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সংস্কারে অগ্রগতি ঘটাতে হবে।’ তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কেবল দলীয় স্বার্থে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়েই রাজনৈতিক সংস্কারের পক্ষে কথা বলছে। উল্লেখ্য, এটি ছিল সংস্কার ইস্যুতে জামায়াতের সঙ্গে ঐকমত্য কমিশনের তৃতীয় দফার বৈঠক। দলটির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন এবং নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
Discussion about this post