ঢাকা: বাংলাদেশের কোনো পণ্য স্থলপথে ভারতে যেতে পারবে না—ভারত সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৮ মে) বাংলাদেশের কোনো পণ্য স্থলপথে ভারতে যেতে পারবে না, ভারত সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এসময় তিনি আরও বলেন, তবে যে সিদ্ধান্তের কথা ভারতীয় ওয়েবসাইটে বলা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হলে দুই দেশ মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশি পণ্যে ভারত তাদের কয়েকটি স্থলবন্দর বন্ধ করার ঘোষণা দেয়া হলে এতে দুই দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। তবে কী কী পণ্য এসব স্থলবন্দর দিয়ে যাতায়াত নিষিদ্ধ হলো তা আনুষ্ঠানিক এবং বিস্তারিত জানার পর ব্যবস্থা নেবে বাংলাদেশ। উপদেষ্টা আরও বলেন, নিজেদের পণ্য দিয়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার।
Discussion about this post