আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে ফের মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য, ভারত এবং পাকিস্তান দুই দেশকেই ব্যবসার প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবই কাজে দিয়েছে বলে মনে করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (১৫ মে) কাতারে এক বায়ুসেনা ঘাঁটিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, ভারত-পাক সমস্যা মিটলেও তার স্থায়িত্ব কতদিন থাকবে, তা নিয়ে সংশয়ে ছিলেন তিনি। তবে এখন তার মনে হচ্ছে সমস্যা মিটে গিয়েছে। বৃহস্পতিবার কাতারে আল উদেইদ বায়ুসেনা ঘাঁটিতে বক্তৃতা করছিলেন ট্রাম্প। এই বায়ুসেনা ঘাঁটি কাতার এবং বহুদেশীয় সামরিক বাহিনী যৌথ ভাবে ব্যবহার করে। বৃহস্পতিবার সেখানে মার্কিন বায়ুসেনা জওয়ানদের সামনে বক্তৃতার সময় রুশ-ইউক্রেন পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন তিনি। বক্তৃতার এক পর্যায়ে ভারত-পাকিস্তান নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের বক্তব্য, তিনিই এই সংঘর্ষবিরতি করিয়েছেন এমনটা নয়। তবে মার্কিন প্রশাসন যে ভূমিকা নিয়েছিল, তাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা মেটাতে সাহায্য হয়েছিল। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে সামরিক সংঘাত তৈরি হয়েছিল, তা নিয়ে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছিল। হঠাৎ করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দেখা যেতে শুরু করল। আমরা এটিকে থামাতে পেরেছি। দু’দিন আগেও আমার মনে হচ্ছিল, হয়ত এটির সমাধান হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে, সমস্যা মিটে গিয়েছে। আমরা ওদের (ভারত এবং পাকিস্তান) সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যুদ্ধের বদলে ব্যবসা করার কথা।’ আমেরিকার প্রেসিডেন্টের দাবি, তার সরকারের প্রস্তাবে ভারত এবং পাকিস্তান উভয়কেই বেশ খুশি দেখাচ্ছিল। বস্তুত, আমেরিকার প্রেসিডেন্ট এর আগেও ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে মন্তব্য করেছিলেন। গত সোমবার ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর প্রশাসন ভারত এবং পাকিস্তানকে বলেছিল, সংঘর্ষ বন্ধ না-করলে আমেরিকা এই দুই দেশের সঙ্গে কোনও বাণিজ্য করবে না। যদিও ট্রাম্পের এই বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছে ভারত। ভারতীয় বিদেশমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, গত ৭-১০ মে (ভারত-পাক সংঘর্ষের সময়)-র মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার কোনও আলোচনাতেই বাণিজ্যের প্রসঙ্গ আসেনি।
Discussion about this post