ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন হাতিরঝিল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় হাতিরঝিলে ভেঙে যাওয়া সীমানাপ্রাচীর দ্রুত মেরামতের নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টায় হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের নিয়মিত তদারকির অংশ হিসেবে রাজউক চেয়ারম্যান উক্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সঠিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় হাতিরঝিল এলাকার সার্বিক নিরাপত্তা ও উল্টো পথে আসা যানবাহনের চলাচল বন্ধ করনের লক্ষ্যে দায়িত্বরত আনসার সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে হাতিরঝিলের আমবাগান চল্লিশঘর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অপরিকল্পিতভাবে একটি স্যুয়ারেজ লাইন সংযোগের কাজ চলাকালীন ভেঙে যাওয়া হাতিরঝিলের বাউন্ডারি ওয়ালের গ্রেড বীম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান। এ সময় উক্ত গ্রেড বীমের মেরামত কার্যক্রম চলমান থাকলেও তার গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে উক্ত মেরামত কাজের সঠিক নকশা অনুসরণ করে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে অবহিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Discussion about this post