ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস এবং কন্যা এস আমরিন রাখির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। আজ বুধবার (১৪ মে) এই আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের উপপরিচালক মনিরুজ্জামান এ বিষয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, জাহাঙ্গীর কবির নানকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এই পরিস্থিতিতে তারা দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কা থেকে নিষেধাজ্ঞা চাওয়া হয়। এর আগে, একটি টেলিকম কোম্পানির মাধ্যমে প্রায় ২৬০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে নানক, তার স্ত্রী এবং কন্যার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় তাদের তিনজনকেই আসামি করা হয়েছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত চলমান থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগের সম্ভাবনা থাকায় আদালতের কাছে নিষেধাজ্ঞা চাওয়া হয় এবং আদালত তা মঞ্জুর করেন।
Discussion about this post