গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে হাফিজুর রহমান রিপন (৪৫) নামে সাবেক এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামে। আজ বুধবার (১৪ মে) সকালে সদর উপজেলার কলপুর গ্রামের একটি বিলের মধ্যে পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় জনতা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রোববার সন্ধ্যায় ওই এলাকায় একটি জুয়ার আড্ডায় পুলিশ হানা দেয়। ওই জুয়ার আড্ডায় হাফিজুর রহমান রিপন অংশ নেন। তিনি আরও বলেন, মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের একটি খাল পাড়ে জুয়া খেলা চলছিল। এমন খবরে সাড়ে ৬টার দিকে বৌলতলী পুলিশ ফাড়ির একটি টিম সেখানে গিয়ে ধাওয়া করে। সেখানে থাকা হাফিজুর রহমানসহ ১০-১৫ জন দিগ্বিদিক ছোটাছুটি করে পলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পুলিশের তাড়া খেয়ে ওই ব্যক্তি স্ট্রোক করে মারা যেতে পারে। তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Discussion about this post