আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্দেহভাজন ইসলামপন্থি জঙ্গিদের হামলায় দেশটির সেনাবাহিনীর একাধিক সদস্য নিহত ও নিখোঁজ হয়েছেন। সোমবার (১২ মে) ভোরে মার্তে জেলার ১৫৩তম টাস্ক ফোর্স ব্যাটালিয়নের ঘাঁটিতে এই হামলা চালায় জঙ্গিরা। রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে দুইটি নিরাপত্তা সূত্র। জানা গেছে, বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডাব্লিউএপি) গোষ্ঠীর হামলার সংখ্যা চলতি বছর বাড়ছে। তারা এখন সশস্ত্র ড্রোন ও রাস্তার পাশে পুঁতে রাখা বোমা ব্যবহার করছে, যা বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করছে। ঘাঁটি থেকে পালিয়ে আসা এক সেনা জানান, রাত ২টার দিকে মোটরসাইকেল ও সাঁজোয়া বন্দুকবাহী গাড়িতে করে জঙ্গিরা হামলা চালায়। সেনারা পিছু হটে দিকওয়ার ২৪তম টাস্ক ফোর্স ব্রিগেডে আশ্রয় নেয় এবং পরে সেখান থেকে পাল্টা আক্রমণ চালিয়ে ঘাঁটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা বলেন, “অনেক সেনাকে তারা হত্যা করেছে এবং জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে।” নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে প্রতিরক্ষা সদর দপ্তরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। তবে এখন পর্যন্ত সেখান থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্স (সিজেটিএফ)-এর একজন সদস্য জানান, হামলায় সেনাবাহিনীর গুলি ও গোলাবারুদ লুট করে নেয়া হয়েছে এবং মাইন প্রতিরোধী যানবাহন ধ্বংস করা হয়েছে। নিখোঁজ সেনাদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বোকো হারাম ও আইএসডাব্লিউএপি-এর মধ্যে সংঘর্ষ কমে যাওয়ায় এবং তাদের হাতে উন্নত নজরদারি ও হামলার প্রযুক্তি আসায় এসব হামলা আরও বেড়েছে।
Discussion about this post