বিনোদন ডেস্ক: অজয় দেবগন অভিনীত ‘রেইড-২’ মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে ঝড় তুলছে। গত ১ মে মুক্তি পায় ছবিটি। মুক্তির দ্বিতীয় শনিবার ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে ‘রেইড ২’। ছবিটি ধারাবাহিকভাবে বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করছে। আর ১১তম দিনে এসেও বক্স অফিসে ‘রেইড-২’ দাপট এখনও অব্যাহত। মুক্তির ১১তম দিনের মাথায় ছবির আয় দাঁড়িয়েছে ১২০.৭৫ কোটি রুপি। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ‘রেইড-২’র ১১তম দিনে আনুমানিক আয় (এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে) করেছে প্রায় ১১.৭৫ কোটি রুপি। অর্থাৎ বলাই বাহুল্য রোববার রেইড ২র আয় অনেকটাই বেড়েছে। রেইড-২ বক্স অফিস চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুক্তির পর থেকে রেইড-২-র প্রতিদিনের বক্স অফিস কালেকশন। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১ মে মুক্তি-র প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৯.২৫ কোটি। ২ মে মুক্তি-র দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি। ৩মে মুক্তি-র তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি। ৪ মে মুক্তি-র চতুর্থ দিন (রোববার) ‘রেইড ২’র আয় ছিল ২২ কোটি। ৫ মে মুক্তি-র পঞ্চম দিনে (সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৭.৫ কোটি। ৬ মে মুক্তি-র ষষ্ঠ দিনে (মঙ্গলবার) ‘রেইড ২’র আয় ছিল ৭ কোটি। ৭ মে মুক্তি-র সপ্তম দিনে (বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৭৫ কোটি। ৮ মে মুক্তি-র অষ্টম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.১৫ কোটি। ৯ মে মুক্তি-র নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৫ কোটি। ১০ মে মুক্তি-র দশম দিনে (দ্বিতীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৮.২৫ কোটি। ১১ মে মুক্তি-র এগারো দিনে (দ্বিতীয় রোববার) ‘রেইড ২’র আয় ছিল ৫.১৫ কোটি টাকা। অর্থাৎ তথ্য বলছে দ্বিতীয় সপ্তাহন্তে রাজ কুমার গুপ্তার পরিচালিত অজয় দেবগন ও রীতেশ দেশমুখের এই ছবির আয় অনেকটাই বেড়েছে।
Discussion about this post