স্পোর্টস ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লেও, এর মধ্যেই আরও এক হৃদয়বিদারক সংবাদে স্তব্ধ হয়ে গেছে পাকিস্তান ক্রিকেট অঙ্গন। পিসিবি চ্যালেঞ্জ কাপের ম্যাচ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন উদীয়মান পেসার আলীম খান। গত সোমবার (৫ মে) পাকিস্তানের বান্নুতে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন বোলিং করার সময় হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন আলীম খান। সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তা চেয়ে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে থাকা আম্পায়ার ইনামউল্লাহ খান বলেন, “হঠাৎ করেই আলীম মাটিতে পড়ে যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিই এবং হাসপাতালে নিয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আর বাঁচেনি।” তরুণ এই প্রতিভার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের ডিরেক্টর অব ডমেস্টিক ক্রিকেট আব্দুল্লাহ খুররম নিয়াজি এক বিবৃতিতে বলেন, “আলীম খানের অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে আছি।” পারিবারিক সূত্রে জানা গেছে, বান্নুর বাসিন্দা আলীম খানকে তার নিজ এলাকায় দাফন করা হয়েছে। ঘরোয়া পর্যায়ে নিজের প্রতিভা দিয়ে নজর কাড়লেও, হঠাৎ থেমে গেল একটি সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার।
Discussion about this post