আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে উভয় পক্ষকে সংযম দেখাতে এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে ফ্রান্স। স্থানীয় সময় আজ বুধবার (৭ মে) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রী জঁ-নোয়েল ব্যারো এই বার্তা দেন। ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার ভারতের আকাঙ্ক্ষাকে আমরা বুঝি। তবে আমরা ভারত ও পাকিস্তান—দু’পক্ষকেই আহ্বান জানাই যেন তারা সংযম অবলম্বন করে, উত্তেজনা না বাড়ায় এবং অবশ্যই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে।’ তিনি বলেন, ‘গত ২২ এপ্রিল ভারতে যে হামলায় ২৬ জন নিরীহ মানুষ নির্মমভাবে নিহত হয়েছেন, আমরা তা সর্বশক্তি দিয়ে নিন্দা জানাই।’ এ ঘটনায় পাকিস্তান থেকেও জোরালো প্রতিবাদের আশা করেছিল ফ্রান্স বলেও মন্তব্য করেন ব্যারো। এর আগে ভারত জানায়, বুধবার ভোররাতে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন শহরে একাধিক বিমান হামলা চালানো হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, এই হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং তারা এর জবাব দেয়ার অধিকার রাখে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৪৬ জন। অন্যদিকে ভারত জানিয়েছে, কাশ্মীর সীমান্তে গোলাগুলির সময় পাকিস্তানের হামলায় অন্তত সাতজন ভারতীয় নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে যে প্রাণঘাতী হামলা হয়েছিল, তার জেরে এই সাম্প্রতিক উত্তেজনা শুরু হয়। ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং সন্ত্রাসীদের সীমান্ত পারাপারের অভিযোগ তোলে। তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে। ফ্রান্সের মতো আন্তর্জাতিক মহলও এখন উদ্বেগ প্রকাশ করছে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার এমন মাত্রা নিয়ে।
Discussion about this post