স্টাফ রিপোর্টার (রাজশাহী): পুলিশ দেখে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন মারা গেছেন। বুধবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। এছাড়াও তার নামে একটি হত্যা মামলাও ছিল। কামাল হোসেন এলাকায় অবস্থান করলেও আত্মগোপনে ছিলেন। পুলিশ ও পরিবারের ধারণা, মামলার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। নিহতের ছেলে সোহান শাকিল শিমুল বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা পালাতে গিয়ে তবজুল হক নামের এক ব্যক্তির বাড়ির ছাদে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’ রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা ছিল এবং তিনি আত্মগোপনে ছিলেন। শুনেছি, রাতে তিনি মারা গেছেন।’ তিনি আরও জানান, ‘রাতে দাশপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল, তবে কামাল হোসেনকে ধরতে নয়—অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালানোর সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মরদেহ বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে এবং তারা দাফনের প্রস্তুতি নিচ্ছেন।’
















































Discussion about this post