ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান কার্যালয়সহ সারাদেশে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়েও এ অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে। এর আগে ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ, অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে একই ধরনের অভিযান পরিচালনা করে সংস্থাটি।
Discussion about this post