ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশন ও গণসংহতি আন্দোলনের মধ্যে এক সংলাপে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত সময়ের মধ্যেই ‘জুলাই সনদ’ তৈরি হবে। আজ রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনের এলডি হলে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ড. রীয়াজ বলেন, পুঞ্জিভূত রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সংস্কার কমিশন ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্যকেই ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা। এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ। সংলাপে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, জুলাই সনদে অংশগ্রহণকারী দল ও পক্ষগুলোর ঐকমত্যের ভিত্তিতেই মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে। যেখানে মতবিরোধ থাকবে, সেগুলো নিয়ে জনতার মাঝে যেতে হবে। জোনায়েদ সাকি বলেন, আমরা বিশ্বাস করি, অংশীজনদের ঐকমত্যের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাবে।
Discussion about this post