ঢাকা: দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অংশ হিসেবে এবার সব পরীক্ষা ও ফরম পূরণ বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে কারিগরি সংস্কার কমিশন গঠন ও কুমিল্লায় কর্মসূচিতে হামলার বিচার না হওয়া পর্যন্ত সব পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘোষণাও দেন তারা। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত প্রতিনিধি সম্মেলন শেষে রাতে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। ছয় দফা পূরণে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসা পলিটেকনিকের শিক্ষার্থী গত ১৬ এপ্রিল থেকে জোরালো আন্দোলন শুরু করে। সপ্তাহ খানেক ধরে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পর শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কমিটি গঠন করলে গত মঙ্গলবার তারা আন্দোলন স্থগিত করে। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে তাদের তরফে। সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান। তিনি বলেন, ‘আমাদের মহাপরিচালক প্রথমে ছয় দফা দাবির যৌক্তিকতা মেনে নেওয়ার কথা বললেও পরে এক সংবাদমাধ্যমে কিছু দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন। এমন বক্তব্য আমাদের ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। তাই আমরা স্থগিতাদেশ প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাচ্ছি।’
Discussion about this post