স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর অভিষেক বেশ ভালোভাবেই নাড়া দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের। এরইমধ্যে নিশ্চিত, কানাডায় জন্ম নেওয়া ফুটবলার শমিত সোম খেলতে যাচ্ছেন লাল-সবুজ জার্সি গায়ে। নতুন খবর, ইংল্যান্ডে খেলা আরেক ফুটবলার কিউবা মিচেলও সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ রোববার (২০ এপ্রিল) একই দিনে দুটি সুখবর পেয়েছেন বাংলাদেশি ফুটবলারপ্রেমীরা। ১১ এপ্রিল শমিত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে খেলার সম্মতি জানানোর পর জন্মনিবন্ধন তৈরির কাজ শুরু করে (বাফুফে)। সেই জন্মনিবন্ধন হাতে পেয়েছেন শমিত। একইদিন সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবাও সম্মতি জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে। জানা গেছে, জন্মনিবন্ধন পাওয়ার পর এখন শমিতের পরবর্তী কাজ পাসপোর্ট করা। এর মধ্যে তার মা-বাবার কাগজপত্র হালনাগাদের কাজও শেষ। পাসপোর্ট হাতে পাওয়ার পর কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে বাফুফেকে। সেই অনাপত্তিপত্র, পাসপোর্টসহ আরও কিছু কাগজপত্র নিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে। ফিফার বিশেষ কমিটি সব পর্যালোচনা করে সবুজসংকেত দিলে তবেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন শমিত। কিউবার বিষয়ে জানা গেছে, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান তার সঙ্গে যোগাযোগ করেছেন। আলোচনার ভিত্তিতে গতকাল আনুষ্ঠাকিভাবে ইমেইল প্রেরণ করেন। আজ ফিরতি মেইলে কিউবা মিচেলের এজেন্ট বেন মারকল জানিয়েছেন, জুন উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী কিউবা। কিউবা মিচেল ইংল্যান্ড জাতীয় দল বা বয়স ভিত্তিক পর্যায়ে না খেলায় তাকে বাংলাদেশে খেলানোর প্রক্রিয়া তেমন জটিল নয়। বাংলাদেশি পাসপোর্ট ও ইংল্যান্ডের অনাপত্তিপত্র হলেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন তিনি।
Discussion about this post