গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত নসিমন চালক মাদারীপুর সদর উপজেলার পশ্চিমরাস্তি এলাকার খলিল বেপারীর ছেলে। গুরুতর আহত দুই যাত্রীকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী নসিমনকে পিছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় নসিমনের চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং নসিমনের দুইজন যাত্রী গুরুতর আহত হয়।
Discussion about this post