বিশেষ প্রতিবেদন:বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি।বুধবার (৯ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট রোডম্যাপের বিষয়ে জানতে চাইবে বিএনপি। কারণ নির্বাচন নিয়ে নানা মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। ধর্ম নিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়া হয়নি। এর আগে গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়
Discussion about this post