ঢাকা: একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ও আরব আমিরাত। দুই দেশ নিজেদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে এক হয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সাররির সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়ন ও অগ্রগতি করছে বলে প্রশংসা করেন শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকি। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিগত বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশও করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে শেখ হামাদ তা গ্রহণ করেন। দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলে জানান। বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post